Uttar Pradesh : গণেশ চতুর্থীর জন্য ১৮ ফুট লম্বা 'স্বর্ণ গণেশ' তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে !
  • 2 years ago
গণেশ চতুর্থীর জন্য উত্তরপ্রদেশের চান্দৌসিতে তৈরি হচ্ছে 'স্বর্ণ গণেশ'। এটি ১৮ ফুট লম্বা একটি সোনার মূর্তি। তিরুপতি বালাজির আদলে তৈরি করা হচ্ছে। প্রতিমায় প্রায় ৪০-৫০% সোনা ব্যবহার করা হবে এবং বাকিটা অন্যান্য ধাতু ব্যবহার করা হবে, বলেছেন প্রকল্পের সঙ্গে যুক্ত অজয় আচার্য।
Recommended