Fatafat: নিমেষে মাটিতে মিশল আকাশচুম্বী অট্টালিকা, নয়ডায় ধুলোর ঝড়। Bangla News

  • 2 years ago
সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক সেকেন্ডে ধূলিসাৎ নয়ডার টুইট টাওয়ার। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হল কুতুব মিনারের চেয়েও উঁচু জোড়া ইমারত।দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। বিস্ফোরণের জেরে ধুলোর ঝড়ে ঢাকল আকাশ। নয়ডায় পাশের এটিএস সোসাইটির দেওয়ালে হালকা ফাটল। ক্ষতি গাছের, পুরু ধুলোর আস্তরণ।নয়ডার অপারেশন ডিনামাইটে মাটিতে মিশল দুর্নীতির সুপারটেক যমজ অট্টালিকা। সরানো হল আশেপাশের আবাসনের বাসিন্দাদের। সন্ধের পরে শুরু হবে ফেরানোর কাজ।

Category

🗞
News

Recommended