Ekhon Kolkata (2): অ্যাপেক্স ও সিয়ান মাটিতে মিশে যেতেই উত্সবে মাতলেন স্থানীয়দের একাংশ
উত্তরপ্রদেশ অ্যাপার্টমেন্ট ওনার্স আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। গত বছর সেই রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্ট। চলতি মাসের ১২ তারিখে বেঁধে দেওয়া হয় টুইন টাওয়ার ভেঙে ফেলার দিনক্ষণ। আর এদিন অ্যাপেক্স ও সিয়ান মাটিতে মিশে যেতেই উত্সবে মাতলেন স্থানীয়দের একাংশ।