Rahul Sinha on TMC: 'দূরবীন দিয়ে খুঁজলেও ভাল মানুষ তৃণমূলে পাওয়া যাবে না', কটাক্ষ রাহুলের। Bangla News
'আমার দলেও খারাপ মানুষ আছে। তারা শাস্তি পাবে। তা বলে পুরো দলটা খারাপ নয়।' বিতর্কিত মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। 'দূরবীন দিয়ে খুঁজলেও এক-আধটা ভাল মানুষ তৃণমূলের পাওয়া যাবে না', শোভনদেবের বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার।
Category
🗞
News