'আমার দলেও খারাপ মানুষ আছে। তারা শাস্তি পাবে। তা বলে পুরো দলটা খারাপ নয়।' বিতর্কিত মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। 'দূরবীন দিয়ে খুঁজলেও এক-আধটা ভাল মানুষ তৃণমূলের পাওয়া যাবে না', শোভনদেবের বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার।
Category
🗞
News