Bankura Teacher: 'জাতীয় শিক্ষক সম্মান'-এ সম্মানিত হচ্ছেন বাঁকুড়ার শিক্ষক বুদ্ধদেব দত্ত । Bangla News
নেশাকেই যেন পেশা করেছেন বুদ্ধদেব দত্ত! লক্ষ্য একটাই। শিক্ষার্থীদের মধ্যে ছোট থেকে মূল্য়বোধ ও প্রকৃতি প্রেম জাগিয়ে তোলা। সে জন্য শিক্ষণ পদ্ধতিতে মিশিয়েছেন আধুনিক প্রযুক্তি়। তাঁর স্কুলের দেওয়াল এখন পাঠ্য বিষয়ের রঙিন ছবি দিয়ে সাজানো। বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত এবার 'জাতীয় শিক্ষক সম্মান' পাচ্ছেন। এই সাফল্যে খুশির জোয়ার শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবক মহলে।
Category
🗞
News