Noida Twin Tower: আর কোনও বিস্ফোরক রয়েছে? খতিয়ে দেখছেন পুলিশকর্তারা। Bangla News
<সুপ্রিম কোর্টের নির্দেশে মাত্র ১২ সেকেন্ডে ধূলিসাৎ হল নয়ডার সেক্টর 93A-র বেআইনি টুইন টাওয়ার। বিস্ফোরণের জেরে আশপাশের এলাকায় ধুলোর ঝড়। দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। হোসপাইপ ব্যবহার করে জল ছেটানো শুরু হয়েছে। সন্ধে সাড়ে ৬টার পর স্থানীয় বাসিন্দাদের বাড়ি ফেরানোর কাজ শুরু হবে। এদিন দুপুর আড়াইটেয় ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয় UNESCO-র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয় অপারেশন ডিনামাইট। সময় ও খরচ বাঁচাতে ব্যবহার করা হয় ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ পদ্ধতি। ধ্বংসলীলা শুরু হওয়ার আগে বাজানো হয় সাইরেন। যমুনা এক্সপ্রেস-সহ আরও ৫টি রাস্তায় আধঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। জোড়া ইমারত ধ্বংসের পরে ৫০ থেকে ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তৈরি হবে। যা সরাতে সময় লাগবে অন্তত ৩ মাস।
Category
🗞
News