Santanu Sen on Threat Letter: 'যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেছেন তাঁর সইটা জাল'। Bangla News

  • 2 years ago
'যাঁর নামে এই চিঠিটা দেওয়া হয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন যে তাঁর সইটা জাল। যে রাবারস্ট্যাম্প ব্যবহার হয়েছে, সেটা কোথা থেকে পাওয়া গেল?'। অনুব্রত মামলায় বিচারপতিকে 'হুমকি চিঠি' দেওয়া নিয়ে তদন্তের দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। 

Recommended