Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/13/2022
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বোধহয় বেশ গা সওয়া হয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রীদের। তবে এখনও কিছু কিছু মন্তব্য যেন ঝেড়ে ফেলা যায় না মন থেকে। পোশাক থেকে শুরু করে কথা বলার ধরণ বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যে কোনও মতামতই প্রকাশই অনেক সময় ট্রোলিং হয়ে ফিরে এসেছে সেই অভিনেতা বা অভিনেত্রীর কাছেই। আর জনতার রায়ে যে জীবন কতটা তোলপাড় হতে পারে তা প্রমাণ করে দিয়েছে সদ্য ঘটে যাওয়া রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi) ঘটনাই। নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার জায়গা অর্জন করে নিয়েছেন দর্শনা বণিক (Darshana Bonik)। কিন্তু তাঁকেও একাধিকবার সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর মুখোমুখি পড়তে হয়েছে। এবিপি লাইভের সঙ্গে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে দর্শনা বললেন, 'একবার একটি রিল করতে গিয়ে আমি হাত কাটা ব্লাউজ পরেছিলাম। সেই পোশাক নিয়ে কম ট্রোলিং হয়নি। এমনকি বহুবার এটাও বলা হয়েছে আমি ন্যাকা। আমার কথা বলার ধরণ বাচ্চাদের মতো। কিন্তু আমি এই রকমই। আমি একবার একটি শো-তে গিয়ে মন্তব্য করেছিলাম, আমার দক্ষিণ ভারতীয় মানুষকে বিয়ে করার ইচ্ছা রয়েছে, কারণ আমার মনে হয় ওঁরা খুব সংস্কৃতি সচেতন হন। আমার সেই মন্তব্য নিয়েও আমায় কটাক্ষ করেছিলেন অনেক বাঙালি। আমি কিন্তু কাউকে নিচু করে দেখাতে চাইনি।' কেবল ট্রোলিং নয়, নিজের পছন্দ-অপছন্দ ও আরও বিভিন্ন বিষয় নিয়ে এবিপি লাইভে অকপট দর্শনা বণিক।

Category

🗞
News

Recommended