Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/10/2022
উচ্চ মাধ্যমিক ২০২২ সালের ফল প্রকাশ্যে (HS 2022 Results)। মেধাতালিকায় (Merit List) জায়গা করে নিয়েছেন ২৭২ জন পরীক্ষার্থী। তৃতীয় স্থানে জায়গা করে অভীক দাস (Abhik Das)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র তিনি। পরীক্ষার ফল নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর? মাধ্যমিকে দ্বিতীয় স্থানে ছিলেন অভীক। এরপর উচ্চ মাধ্যমিকে তৃতীয় তিনি। অভীকের কথায়, 'মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আবারও স্থান করতে পেরেছি তাতে ভীষণ আনন্দ হচ্ছে। মাধ্যমিকে স্ট্যান্ড করার পর উচ্চ মাধ্যমিকে আরও বেশি পরিশ্রম করেছি। ফলে মনে করি যা সিলেবাস সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করলে নিশ্চয়ই ভাল রেজাল্ট হবে।টেক্সট বইগুলোতে খুঁটিয়ে পড়তাম।'

Category

🗞
News

Recommended