এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশদিকের দশ খবরের তাজা আপডেট।

  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নজরে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছেই করা খবর।
(১) স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে মৃত্যুর তথ্য বিভ্রাটের জেরে জলঘোলা শুরু। বিতর্কে স্বাস্থ্য ভবন। তাই এবার এই ধরনের ভুল এড়াতে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে। প্রসঙ্গত বাঁকুড়ার কোভিড আক্রান্তের মৃত্যু তালিকায় পূর্ব বর্ধমানের মৃতের সংখ্যা চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে অবশ্য তা স্বীকার করে এই ভুল সংশোধন করে দেয় স্বাস্থ্য দপ্তর।
(২) জলের রঙ কালো! তাও আবার পানীয় জল! শহরের ৫ নাম্বার ওয়ার্ডের পুরসভার পানীয় জলের কল থেকেই পড়ছে কালো জল। আর এতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। প্রতিবাদে কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ দেখালেন তারা। সাথে দুষলেন বাঁকুড়া পুরসভার প্রশাসক মন্ডলীকেও।
(৩) আজ বৃহস্পতিবার থেকে খুলল বাঁকুড়া জেলা আদালত। এদিন থেকে স্বাভাবিক ছন্দে ফিরলেও করোনা সতর্কতায় আরোপ করা হয়েছে বেশ কিছু বিধি নিষেধ।মামলা অনুযায়ী দুই শিফটে কাজের সময় ভাগ করে দেওয়া হয়েছে। বেলা১১ টা থেকে ১ টা পর্যন্ত সিভিল কোর্টের কাজ হবে। মাঝে ১ ঘন্টা বিরতি। ফের দুপুর ২টো থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্রিমিনাল ও পকসো মামলার কাজের জন্য নির্ধারিত থাকছে বলে জানা গেছে।পাশাপাশি করোনা ঠেকাতে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সবার ক্ষেত্রে।
(৪) ক্যানেলের জল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় পাত্রসায়রে সাত সকালেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখানকার গরুর হাট সংলগ্ন ক্যানেলের জলে সকালে প্রাতঃ ভ্রমণকারীরা জলে মৃতদেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় পাত্রসায়র থানায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি এই ঘটনার তদন্তও শুরু করেছে। এবং এই মৃতব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
(৫) পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন বছর ৩৯ এর বাউল হেম্বব্রম নামে এক ব্যক্তি। অবশেষে প্রায় ২০ ঘন্টা পর বড়জোড়া থেকে ডুবুরি এনে মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। এর পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর হাসপাতালের মর্গে। বুধবারের ঘটনা।
(৬) লাগমছাড়া পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কোথাও গরুর গাড়ীর মিছিল তো কোথাও কাঁধে পালকি নিয়ে,হাত পাখা হাতে নিয়ে,হাতে করে মোটর বাইক ঠেলে অভিনব কায়দায় প্রতিবাদে জেলার এস,এফ,আই ও ডি,ওয়াই এফ আই।বাঁকুড়ার পুয়াবাগানে গরুর গাড়ী নিয়ে এবং বেলিয়াতোড়ে পালকি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল বাম ছাত্র যুবরা।
(৭) আজ দুপুর আড়াইটা নাগাদ জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসুচীতে সামিল হয় জেলা বিজেপি।রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসুচী নেওয়া হয়েছে। প্রসঙ্গত, একই ইস্যুতে বুধবার জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিল বিজেপি।
(৮) বাঁকুড়া পুরসভা কোভিড আবহে তাদের চিকিৎসক,সেবিকা,স্বাস্থ্য কর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও শহরের স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য প্রত্যেককে "চিকিৎসক দিবসে" সম্মাননা জ্ঞাপনের আয়োজন করে বাঁকুড়া পুরসভা। পুরসভার প্রশাসক মহাপ্রসাদ সেনগুপ্ত চিকিৎসক,স্বাস্থ্য কর্মীদের উত্তরীয় পরিয়ে ও স্মারক উপহার তুলে দিয়ে সম্মান জানান।
অন্যদিকে,ডাঃবিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস কে স্মরণ করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বাঁকুড়া শহরের রামপুর হরিসভা দুর্গাপূজো ও শ্যামা পুজো কমিটি। বুধবার রামপুর হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
(৯) জয়রামবাটির মায়ের বাড়ীর উল্টো রথ এবার অধরাই

Recommended