Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/22/2023
অ্যাপলের নতুন আইফোন 15 লাইনআপের চারটি মডেল আজ ভারত এবং অন্যান্য দেশে বিক্রির আনুষ্ঠানিক সূচনা হল। ডিভাইসগুলি ভারত, অস্ট্রেলিয়া সহ প্রথম পর্যায়ে প্রায় ৪০ টি দেশে আজ থেকে কেনার জন্য উপলব্ধ। বাঁকুড়া শহরের ইন্দারাগোড়া লাগোয়া হরেশ্বর মেলা এলাকার সৌরভ ইলেকট্রনিকস এদিন আইফোন 15 এর লঞ্চিং ইভেন্টে প্রি বুকিং করা কাস্টমারদের হাতে আইফোন 15 সিরিজের মডেল গুলি তুলে দিল।আইফোন15 এর বিক্রি শুরুর প্রথম দিনেই বাঁকুড়ায় এভাবে আইফোন 15 মুঠো বন্দি করতে পেরে আপ্লুত ক্রেতারাও।
প্রসঙ্গত, এবারের আইফোন 15 সিরিজে রয়েছে ৪টি স্মার্টফোন, এগুলি হল - আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। এবার আইফোন 15 সিরিজের মডেল গুলির বড়ো চমক হল ইউএসবি -সি পোর্ট।এতদিন অ্যান্ড্রয়েড ইউজারা এই সি টাইপ পোর্ট ব্যবহারের সুবিধা পেলেও। আইফোনের ক্ষেত্রে তা অধরাই থেকে গিয়েছিল।এবার সেই সমস্যার সমাধান করল অ্যাপেল। আইফোন 15 এর বেস ভ্যারিয়েন্ট আইফোন 15 এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে এবং সর্ব্বোচ্চ ভ্যারিয়েন্ট আইফোন 15 প্রো(১ টিবি) এর দাম ১,৯৯,৯০০ টাকা। বাঁকুড়ার সৌরভ ইলেকট্রনিকসে সব মডেলই উপলব্ধ। এবং নো ডাউন পেমেন্টে মাত্র মাসিক ৩,৩০০ টাকা কিস্তিতে আইফোন 15 এর বেস ভ্যারিয়েন্ট কেনার সুযোগ পাবেন। পাশাপাশি অন্য ভ্যারিয়েন্টও মিলবে কিস্তিতে। এছাড়া পুজো উপলক্ষ্যে থাকছে আকর্ষনীয় গিফট। এমনটাই জানলেন সৌরভ ইলেকট্রনিকসের কর্ণধার সৌরভ মুরারকা।
কেবল আইফোনই নয় আইপ্যাড, অ্যাপেল ওয়াচ সহ সব প্রোডাক্টই মিলবে এখানে।পুজোর আগে আপনার মুঠোফোন আপগ্রেড করতে চাইলে চলে আসুন সৌরভ ইলেকট্রনিকসে। জিরো ডাউন পেমেন্টে ২৪ টি সহজ কিস্তিতে আপনি আইফোন 15কেনার সুযোগ পাচ্ছেন এখানে। বিস্তারিত জানতে কল করে নিতে পারেন 7001819504 নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8509303458 নাম্বারে।

Category

🗞
News

Recommended