Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/18/2024
আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আজ তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি ছিল সারা রাজ্য জুড়ে। বাঁকুড়া শহরের মাচানতলার ধর্ণা মঞ্চ থেকে পুলিশ ও ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী। এমনকি তিনি বলেন ডাক্তারদের কর্ম বিরতিতে কোন রোগী মারা গেলে জনরোষে
পড় বেন ডাক্তাররা। আজ বাঁকুড়া শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে এই বিস্ফোরক বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী। এমনকি পরে মঞ্চ থেকে নেমে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তার অবস্থানে অনড় থাকেন।

Category

🗞
News

Recommended