Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/16/2023
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের পঞ্চায়েত ভোটের মেগা সাফল্যের পর এবার তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ২১ জুলাইয়ের শহীদ দিবস।এবার অবশ্য দিনটা শ্রদ্ধা দিবস হিসেবেও পালিত হবে৷ ২০২৪ শে লোকসভা ভোট৷ তার আগে ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে মহাজোট গঠনের বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্য সকলে মুখিয়ে আছেন৷ এদিকে,বাঁকুড়া শহরে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ শহীদ দিবসের প্রচারের জন্য দেওয়াল লেখ শুরু করে দিয়েছে শহরে। তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু নিজে এই দেওয়া লিখন তদারকি করেন৷ তিনি ব লেন,শুধু শহর নয়।জেলার প্রতি ব্লকে ছাত্ররা ২১ শে জুলাইয়ের প্রচারে সামিল হচ্ছেন৷ তারা দেওয়াল লেখার পাশাপাশি সোস্যাল মিডিয়াতেও প্রচার চালাচ্ছেন সমানতালে।

Category

🗞
News

Recommended