Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/30/2023
পুরানো বাড়ির সামনে আর পাঁচটা দিনের মতো আজ সকালে তিন শিশু মিলে খেলা করছিল। আচমকা হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে মাটির দেওয়াল। সেই ভাঙ্গা দেওয়ালে চাপা পড়ে যায় ওই তিন শিশু। সাথে,সাথে তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। দেখানে চিকিৎসকরা তিনট শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বোড়ামারা গ্রামের ঘটনা।
এই ঘটনায় সারা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে মৃত তিন শিশু হল রোহন সর্দার(৫),নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।
এদিকে,একই পরিবারে এভাবে মর্মান্তিক তিন শিশুর মৃত্যুর ঘটনা গ্রামে এই প্রথম। এই ঘটনায় দিশেহারা মৃত শিশুর বাবা জয়দেব সর্দার।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল থেকেই বাঁকুড়ায় বৃষ্টির ঘনঘটা।শনিবার সকাল থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জেরেই পুরানো মাটির বাড়ির দেওয়াল আচমকা ভেঙ্গে পড়ে বলে মনে করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর বিপদ এড়াতে বাড়িটিকে ঘিরে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।এদিকে,
বিষ্ণুপুর মর্গে ময়না তদন্তের পর তিন শিশুর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Category

🗞
News

Recommended