Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/21/2023
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের নিরাপত্তার কাজে বাঁকুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফের ২৪০ নাম্বার মহিলা ব্যাটেলিয়ান। তারা বাঁকুড়া শহরের উপকন্ঠে আইলাকান্দির পিটিটিআই কলেজে শিবির করে আছেন। এই কলেজের ক্যাম্পাসের সবুজায়নে আজ হাত লাগালেন সিআরপিএফের এই প্রমীলা বাহিনী। তারা প্রায় শতাধিক গাছের চারা রোপন করেন এদিন। এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন পিটিটিআই কলেজের ছাত্র,ছাত্রীরাও। পাশাপাশি কলেজের প্রিন্সিপাল,এবং শিক্ষকরাও উপস্থিত ছিলেন এদিন। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পণ্ডা। এই কর্মসুচির তদারকি করেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মনোজ সংঘ,ডেপুটি কমান্ডেন্ট চেতন চৌধুরী ও রাজ মঙ্গল। কমান্ডেন্ট মনোজ সংঘ বলেন আমাদের কাছে সব মাটি সমান বাংলা,বিহার বা মধ্যপ্রদেশর মাটির বলে কোন ভেদাভেদ নেই।আধা সামরিক বাহিনীর হিসেবে দেশের যে প্রান্তেই থাকেন না কেন সেই মাটিই হল আসলে দেশ মাতৃকা। তাই এই দেশের মাটিতে সবুজায়নের মধ্য দিয়ে পরিবেশ সুন্দর করে তুলতে তাদের কাজের শত ব্যস্ততার মধ্যেও এই সামাজিক দায়িত্ব পালনের কর্মসুচি এদিন পালন করলেন। তার ব্যাটেলিয়ানের মহিলা বাহিনীকেও তিনি এই উদ্যোগে জন্য সাধুবাদ জানান।
এর আগেও জেলায় ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনী এসেছেন।কাজ করেছেন।চলে গেছেন।
কিন্তু সিআরপিএফের ২৪০ মহিলা ব্যাটেলিয়ন যে ভাবে জেলার সবুজায়নের কর্মসুচি পালন করলেন তা অবশ্যই কুর্নিশ যোগ্য।

Category

🗞
News

Recommended