পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে করে পাঁচটি দেশ ভ্রমণে বেরোলেন রাজস্থানের যুবক জেরি চৌধুরী

  • last year
পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে করে পাঁচটি দেশ ভ্রমণে বেরোলেন রাজস্থানের যুবক জেরি চৌধুরী । সাইকেল চালাও পরিবেশ রক্ষা করো, গাছ লাগাও প্লাস্টিক বর্জন করো এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার তার সাইকেল যাত্রা ৩০ দিনে পরেছে। বিভিন্ন রাজ্য ভ্রমণ করে পৌঁছেছেন ধূপগুড়িতে। বৃহস্পতিবার ধূপগুড়িতে পৌছান তিনি সেখানেই রাত্রিযাপন করবেন এই যুবক।

রাজস্থানের জুনজুনু জেলার বাসিন্দা জেরী চৌধুরী। গুজরাটের দুয়ারকা থেকে সাইকেলে ভারত ভ্রমণের যাত্রা শুরু করেন তিনি।গত ১৬ ই অক্টোবর ২০২২ ভারত ভ্রমণের এই যাত্রা শুরু করেন তিনি।
গাছ লাগান প্রাণ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। এই সমস্ত বার্তা এখানকার মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, জ্যারি চৌধুরী শুধু তাই নয়। সিঙ্গাল ইউজ যে সমস্ত প্লাস্টিক রয়েছে সেগুলো ব্যবহার করলে পরিবেশের পক্ষে ক্ষতিকর সেই প্লাস্টিক বর্জনের জন্য আবেদন করে বেরাচ্ছেন তিনি।যা দেখে খুশি পরিবেশ প্রেমীরাও। সকলের প্রসংশা কুরোচ্ছেন জেরি।

তিন মাসের মধ্যে এই গোটা পরিক্রমা তিনি সম্পূর্ণ করবেন বলে লক্ষ্য ঠিক করেছে জেরি।

বৃহস্পতিবার রাতে সাইকেলে করে ধূপগুড়িতে পৌঁছালে তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতি। ধূপগুড়ি রাইস মিলে তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।এই মহৎ উদ্দেশ্য নিয়ে সাইকেল যাত্রাকে সম্মান জানিয়েছে মারোয়ারি সম্প্রদায় ।