Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/8/2022
তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙার অভিযোগ তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বিরুদ্ধে




পূর্ব বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার এক নম্বর ওয়ার্ড। বেশ কয়েক মাস আগে উত্তপ্ত ছিল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে। বর্ধমান শহরের এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে।

সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও এই এলাকায় যারা এখন রয়েছে তাদের দাবি,আমরা অফিসটাকে নতুন করে মেরামত করছি
এই অফিসটি কে কেউ ভাঙেনি নতুন করে বানিয়ে উপরে শিক্ষা কেন্দ্র তৈরি হবে যাতে করে ছোট শিশুরা পড়াশুনা করতে পারে।
তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এক নম্বর ওয়ার্ডে।
বর্ধমান দক্ষিণের বিধায়কের খোকন দাসের কাছে খবর যাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা । এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা বলেন, আমাকে বিধায়ক ফোন করেছিলেন এই বিষয়টি নিয়ে আমি তত্‍ক্ষণাত্‍ উপস্থিত হই। আমি যা দেখলাম এখানে পার্টি অফিস কেউ ভাঙেনি এই পার্টি অফিসটার অবস্থা খুবই শোচনীয় এটি কি নতুন করে সারাই করা হচ্ছে। তাই এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পার্টি অফিস থেকে নতুন করে সাজাচ্ছেন। তবে ঘটনা নিয়ে যথেষ্ট উত্তপ্ত রয়েছে বর্তমান শহরের এক নম্বর ওয়ার্ড ও এলাকায় মজুত রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

Category

🗞
News

Recommended