Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/11/2022
সীমানা নিয়ে পারিবারিক বিবাদ,পঞ্চায়েত সদস্যা ও তার মেয়েকে মারধরের অভিযোগ। বর্তমানে আহত পঞ্চায়েত সদস্যা ও কলেজ পড়ুয়া মেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের দশ বছরের পঞ্চায়েত সদস্যা ফিরদৌসী বেগম।তার স্বামী নবিয়ার রহমানের সাথে তার ভাই ও ভাস্তার সাথে বাড়ির সীমানা নিয়ে কিছুদিন ধরে পরিবারিক বিবাদ চলছিল। কিন্তু গতকাল আচমকা রৌশন আলি কয়েকজনকে নিয়ে ফিরদৌসী বেগম ও তার মেয়ে নাজমা পারভিনের ওপর চড়াও হয় বলে অভিযোগ। সেসময় ফিরদৌসীর স্বামী বাইরে ছিল।খবর পেয়ে ফিরদৌসীর স্বামী ছুটে এসে মা ও মেয়েকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে আটজনের নামে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী নবিয়ার রহমান। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবিষয়ে ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপু রায় বলেন," এটা পারিবারিক বিবাদ।এটা কোনো বিষয় নয়।"

এদিকে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই এই ঘটনায় ধূপগুড়ি থানার পুলিশ একজনকে আটক করেছে।

Category

🗞
News

Recommended