Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/10/2022
উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে শুরু হল জেলা হস্ত শিল্প প্রতিযোগীতা ও প্রদর্শনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবছরই এই আয়োজন করা হয়। এবছর কোভিড পরবর্তী সময়ে এই অনুষ্ঠান ঘিরে উৎসাহিত হস্তশিল্পীরা। সকাল সকাল এদি নিজের পসরা নিয়ে রায়গঞ্জের সুপার মার্কেটের টেন্টে হাজির হন জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। কেউ জুয়েলারি, কেউ ধোকরা, কেউ আবার ব্যাগ সহ নানান জিনিসের সমাহার তুলে ধরেন। সেরার শিরোপা পেতে আগ্রহী সকলেই। জানা যায় এবছরে ১৪৯ জন হস্তশিল্পী অংশ নেয় এই অনুষ্ঠানে। মোট ৪টে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে তাদের। প্রথম পুরস্কার দেড় হাজার টাকা ও শংসাপত্র, দ্বিতীয় পুরস্কার ১ হাজার টাকা ও শংসাপত্র আর বিশেষ পুরস্কার ৫০০ টাকা ও শংসাপত্র। যদিও এদিন অনুষ্ঠানের শুরুতেই তাল কাটে। জেলাশাসক সহ প্রশাসনিক আমলাদের উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি। যার জেরে ক্ষুব্ধ সাংবাদিক মহল। এদিন অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য দেন জেলা শিল্প আধিকারিক সুনীল চন্দ সরকার।

Category

🗞
News

Recommended