4 years ago

মাত্র 2 মিনিটে ডিমের ভর্তা বানিয়ে ফেলুন।

মা বাবার দোয়া স্পেশাল ঝালমুড়ি।
পক্ষ থেকে স্বাগতম।
ডিমের ভর্তা বানাতে যা লাগবেঃ
১টি ডিম, ১টি পেঁয়াজ,৩টি শুকনো মরিচ,
পরিমান মত সরষের তেল।
ডিমটিকে সিদ্ধ করে নিতে হবে।
পেঁয়াজ শুকনা মরিচ গরম তেলে ভেজে নিতে হবে।
একটু লবণ দিতে হবে। পরিমাণমতো সরষের তেল দিতে হবে।
এরপর সব গুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সার করে নিতে হবে।
মিক্সার হয়ে গেলে। তৈরি হয়ে গেল আমাদের ডিমের ভর্তা।
এখন আমি ভাত দিয়ে পরিবেশন করতে পারেন।
সবাই ভাল থাকুন।আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।

Browse more videos

Browse more videos