নজরুল গীতি বর্ষার গান। রাগাশ্রয়ী বাংলা গান। রাগ:- জয় জয়ন্তী। কথা ও সুর:- কাজী নজরুল ইসলাম। শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য। সঙ্গত:- সুব্রত দাস। ****************************************** Abar ki elo re badal...
Nazrulgeeti/Nazrulsangeet Classical bengali song Rainy season song Rag:- Jayjayanti Lyrics and composer:- Kaji Nazrul islaam. Artist :- Jaydip Bhattacharyya. Accompanist :- Subrata das. ****************************************** Lyrics::::: আবার কি এলো রে বাদল। ল'য়ে পিঠভরা এলোচুল, চোখ ভরা জল। তৃষিত গগনের তৃষ্ণা কি মিটিল কৃষ্ণা-প্রিয়া পেয়ে হিয়া কি তিতিল, কাহার বিরহ-দাহন জুড়ালো, মোর মত কা'র নিশি হইল বিফল। ফুটিল কি কদম কেয়া, দোলে কার বুকে ফুল, কার নয়নে দেয়া। কে গেল অভিসারে, কে কাঁদে ভবনে কার দীপ নিভে গেল দূরন্ত পবনে, কন্ঠ-লগ্না কা'র কান্তা ঘুমায় মোর মত কা'রবুকে জ্বলিছে অনল। রাগ:- জয় জয়ন্তী। তাল:- ত্রিতাল। ******************************************