হারানো দিনের গান আধুনিক বাংলা গান স্বর্ণ যুগের গান কথা :- শ্যামল গুপ্ত। সুর :- মান্না দে। শিল্পী :- অপর্ণা ভট্টাচার্য্য। সঙ্গত :- সুব্রত দাস। রেকর্ড :- গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ******************************************* Ekti chhatta dwip.....
Harano diner gan Adhunik bangla gan Swarna juger gaan Lyrics :- Shyamal Gupta. Composer :- Manna De. Artist :- Aparna Bhattacharyya. Accompanist :- Subrata das. Record :- Gitashree Sandhya Mukherjee. ******************************************* গানের কথা ::::
একটি ছোট্ট দ্বীপ—সমুদ্রে ঘেরা চারিধার সেখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়ার৷ তেমন চায় না হতে কোনোদিনও আমার এ মন জীবনকে ভালবেসে গান হোক আমার জীবন৷৷
যেখানে স্তব্ধ হয়ে বনকে ভাবায় ফুলের মিছিল আলো আর মেঘ নিয়ে রঙ বদলায় আকাশের নীল আসলকে বেছে নিক সেখানে আমার দু’নয়ন৷৷
যেখানে স্বপ্ন সাধ ভেঙে ভেঙে যায় না-মেটা ব্যথায় চলার আবেগ পথ হারায় শুধু জটিল ধাঁধাঁয় সেখানে আশার গীত গেয়ে যাক আমার চারণ৷৷ ********************************************