শ্যামা সঙ্গীত নজরুল গীতি নজরুল সঙ্গীত ভক্তিগীতি শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য। সঙ্গত :- সুব্রত দাস। ****************************************** Shyaama baro lajuk meye...
Shyamasangeet Nazrulgeeti Nazrulsangeet Devotional song Artist :- Jaydip Bhattacharyya. Accompanist :- Subrata das. ****************************************** গানের কথা::
শ্যামা বড় লাজুক মেয়ে কেবলই সে লুকাতে চায়। আলো-আঁধার পর্দা টেনে বালিকা সে পালিয়ে বেড়ায়।। নিখিল ভুবন আছে তারে ঘিরে আমার মেয়ে তবু বসন খুঁজে ফিরে, তারে যে দেখে সে এক নিমেষে তারি মাঝে লয় হয়ে যায়।। তাই কেবলি সে লুকাতে চায়।। কোটি শিব ব্রহ্মা হরি অনন্তকাল গভীর ধ্যানে, তার সে লুকোচুরি খেলায় পায় না দিশা পায় না মনে। রবি শশী গ্রহতারার ফাঁকে যে দেখেছে পালিয়ে যেতে মাকে, (সে) আপনাকে আর পায় না খুঁজে মায়াবিনীর মহামায়ায়।। ******************************************