`তুই আমায় জ্বালাস না আমি প্রেমে পড়বো না’’... (গান নং- ১৬): চোখের ইশারা (Song no-16) : Chokher Ishara
গানের কথা: ------------ চোখের ইশারা --------------- তোর বাঁকা চোখের ইশারাতে প্রেমে পড়বো না তোর মিষ্টি কথার ছলনাতে আমায় ভুলাস না আমি প্রেম করবো না তোর প্রেমে মরবো না তুই আমায় দুলাস না, আমি প্রেমে ডুববো না।
শিরির প্রেমে ফরহাদ পাগল ছিল দিওয়ানা লাইলির প্রেমে মজনু পাগল কাউকে পাইল না! তুই আমায় খুঁজিস না, আমি ধরা দেবো না।
কৃষ্ণের প্রেমে রাধা পাগল সর্বলোকে কয় আমার প্রেমে তুই যে পাগল লাগে বড় ভয় আমি প্রেমে পুড়বো না তুই আমায় জ্বালাস না।
শিল্পী: অপু আমান সুর: প্লাবন কোরেশী গীতিকার: জহিরুল ইসলাম বাদল