Ankita Bhattacharyya & Hridoy Saikat - মাতাল হাওয়া - অঙ্কিতা ও হৃদয় সৈকত - Matal Hawa - Urvashi GS

  • 2 years ago
‘তুমি যে চাও কাছাকাছি, শিহরণে প্রাণে কাঁপি...’

গান: ‘‘মাতাল হাওয়া’’
Song: “Matal Haowa’’
ধরন : মৌলিক গান,
গানের কথা:
মাতাল হাওয়া
---------
ছেলে
এই মাতাল হাওয়ায়, মাতাল জোছনায় ২
তুমি নাচাও,আমি নাচি
প্রেমও সুধায় মাতামাতি ২

মেয়ে
এই হিমেল হাওয়ায়, মায়াবী ছোঁয়ায়
তুমি যে চাও কাছাকাছি
শিহরণে প্রাণে কাঁপি!

ছেলে
কথা হবে চোখে চোখে
নেশা ভরা এই রাতে
নিশ্চুপ চারিধারে
ভালোবাসা দেহমনে ২

মেয়ে
সোহাগে সোহাগে রাখো
বুকেরি ভিটায়

ছেলে
এই মাতাল হাওয়ায়
মাতাল জোছনায়।

মেয়ে
দিবানিশি তোমায় জপে
অবুঝ আমায় দিলাম সঁপে
তোমার আমার অঙ্গ দোলে
ভাসবো দু'জন সুখের জলে ২
আদরে আদরে থাকো আমার আঙ্গিনায়...

ছেলে
সুবাসভরা ফুলে ফুলে
হাতে হাত দিলাম তুলে

মেয়ে
চোখে চোখে চোখ রেখে
অঞ্জলি আজ নিলাম মেখে

ছেলে+মেয়ে
বসব মুখোমুখি
মনেরি আয়নায়

ছেলে
এই মাতাল হাওয়ায়
মাতাল জোছনায়
তুমি নাচাও, আমি নাচি
প্রেমও সুধায় মাতামাতি

মেয়ে
এই হিমেল হাওয়ায়, মায়াবী ছোঁয়ায়
তুমি যে চাও কাছাকাছি
শিহরণে প্রাণে কাঁপি!

প্রথম কণ্ঠশিল্পী : অংকিতা ভট্টাচার্য ও হৃদয় সৈকত
গানের কথা- নিজামউদ্দীন খান জাহিন
সুরকার : হৃদয় সৈকত

Category

🎵
Music

Recommended