Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/21/2020
হুগলি জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হড়পা বান। প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের অনেকটা অংশ। সেই ছবি ভাইরাল।

দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায়। এদিন হঠাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার বাসিন্দাদের বক্তব্য এরকম প্রবল জলোচ্ছাস গঙ্গায় খুব একটা দেখা যায় না। এলাকার বাসিন্দারা আরো জানান এই ঘাট ঠিকই ছিলো। গতকাল থেকে জলোচ্ছাস হওয়ার ফলে কিছুটা ভেঙে যায় ঘাটটি। আজ এই বিশাল হড়পা বানের ফলে অনেকটাই ভেঙে যায় বটতলা ঘাট।

Category

🗞
News

Recommended