Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/25/2020
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: কোলাঘাট এলাকায় জলনিকাশি ব্যবস্থা সংস্কারের জন্য শুরু হলো অবৈধ নির্মাণ ভাঙার কাজ। গত বৃহস্পতিবার রূপনারায়ণ নদের জল কোলাঘাটের বিবেকানন্দ মোড় এলাকায় স্লুইস গেট দিয়ে ব্যাপক পরিমাণে প্রবেশ করে স্থানীয় বাড়ি, দোকানঘর ও রাস্তায়। ফলে চরম নাকাল হয় কোলাঘাটবাসী। এরপরই দাবি ওঠে জলনিকাশী ব্যবস্থা সংস্কার করার। তারপরই প্রশাসন নড়েচড়ে বসে।

কোলাঘাট বিবেকানন্দ মোড় থেকে খড়িআকের পোল পর্যন্ত ড্রেনের সংস্কারের কাজে হাত দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুরু হয় সরকার অধিগৃহিত জায়গায় বেআইনি দোকানঘর উচ্ছেদের কাজ। সমস্ত গন্ডগোল এড়াতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী।

Category

🗞
News

Recommended