Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/24/2020
বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়াঃ হঠাৎই বাড়ির আসবাব পত্রে রহস্য জনক ভাবে লেগে যাচ্ছে আগুন। আগুন লেগে নষ্ট হচ্ছে বাড়ির সাধারণ জিনিস থেকে মূল্যবান জিনিস। বাঁকুড়ার জয়পুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের রায় পরিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে এলাকায়।

পশ্চিম বঙ্গ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দাবি, এই ঘটনা কোন অলৌকিক ঘটনা নয়, এটা “মনুষ্য সৃষ্ট”। রায় পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে বাড়ির ভিবিন্ন আসবাস পত্র, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। কিন্তু তার উৎস বোঝা যাচ্ছে না। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে বলে জানা গেছে। পরিবারের দাবি প্রথমে মনে করা হয়েছিল শর্ট শার্কিট থেকে আগুন লাগছে। তাই বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করানো হয়। কিন্তু তারপরও এই ঘটনা ঘটছে। এমনকি পুলিশের সামনেও এই ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। ঘটনার রহস্য উদঘাটনে নেমেছে পশ্চিম বঙ্গ বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।

Category

🗞
News

Recommended