Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/27/2020
সুন্দরবনে ৱ্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মারা গেছে দুইজন। আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হাতে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে এক শ্রমিকের লাশ।
সুন্দরবনে ৱ্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মজনু বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড মশিউর নিহত হয়েছে। রোববার দুপুরে চাঁদপাই রেঞ্জের চরা পুটিয়ার খাল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১১টি অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। উপজেলার কালিকাপুর গ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে লাল মিয়ার সঙ্গে আবদুস সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় লাল মিয়া ও আবদুস সালাম নিহত হন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একই দলের লোকজন। রোববার সকালে একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিল্লাল হোসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শীতলক্ষ্যা নদীর তীরে লাশ দেখতে পান স্থানীয়রা।

Category

🗞
News

Recommended