নুসরাত হত্যার চাঞ্চল্যকর কিলিং মিশন

  • 4 years ago
ফেনীর সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১৫ বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন সিরাজউদ্দৌলা। নাশকতা, অর্থ আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগে তিন বছর আগে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়৷ কিন্তু তারপর তিনি স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাদের সহায়তায় নিজের অবস্থান টিকিয়ে রাখেন৷ মাদ্রাসার গর্ভনিং বডির সঙ্গে যোগসাজশে সিরাজউদ্দৌলা আগে থেকে প্রতিষ্ঠানের ছাত্রীদের উপর যৌন নিপীরণ করে আসছিল।

এরই ধারাবাহিকতায় নুসরাত জাহান রাফিকে গত ২৭ মার্চ ২০১৯ শ্লীলতাহানির চেষ্টা করে সিরাজউদ্দৌলা। ওই দিনই ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত করে গ্রেপ্তার করে। এতে ক্ষুদ্ধ হয় সিরাজউদ্দৌলার সহযোগীরা। মামলা তুলে নিতে নানা ধরনের চাপ দিতে থাকে।

এক পর্যায়ে ৫ই এপ্রিল সকালে মাদ্রাসার একটি হস্টেলে বসে রাফিকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়। হত্যার সেই পরিকল্পনা তারা মাদ্রাসার আরো পাঁচজন শিক্ষার্থীও জাড়িত, যাদের দুজন ছাত্রী।

৬ই এপ্রিল সকালে পরীক্ষা শুরুর কিছু আগে পরিকল্পনা অনুযায়ী ঐ দুই ছাত্রীর একজন অন্য এক ছাত্রীকে মারা হচ্ছে বলে নুসরাতকে ফুসলিয়ে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। সেখানে অপেক্ষারত অন্য কজন ওড়না পেঁচিয়ে তাকে বেঁধে ফেলে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের শরীরের ৮০ ভাগেরও বেশি পুড়ে যায়। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর তাঁর মৃত্যু হয়৷

নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতে সন্দেহে এক নারীসহ ১৫ জন আটক হয়েছে। তারা হলো মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা (৫৫), মাদ্রাসার ছাত্র নূর উদ্দিন (২০), মো. শামীম ও শাহাদাত হোসেন (২০), পৌর কাউন্সিলর মাকসুদ আলম (৪৫), জোবায়ের আহম্মেদ (২০), জাবেদ হোসেন (১৯) এবং আফসার উদ্দিন (৩৫)। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছে- কেফায়েত উল্লাহ জনি, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, উম্মে সুলতানা পপি, নূর হোসেন ও আলাউদ্দিন।


যদি আপনি ভিডিওটি পছন্দ করেন, আপনার ইউটিউব প্লেলিষ্টে রাখুন। অনুগ্রহ করে ডাউনলোড করে আপনার চ্যানেলে পোষ্ট করবেন না। যদি ভিডিওটি শেয়ার করতে চান তাহলে এমবেড করে বা লিংক কপি করে আপনার ওয়েব সাইটে রাখুন। অনুগ্রহ করে ডুপ্লিকেট কপি করা থেকে বিরত থাকুন। আপনার সৎ সাহায্য নতুন নতুন ভিডিও তৈরীতে এই চ্যানেলকে সাহায্য করবে। ধন্যবাদ।


If you've enjoyed this video then feel free to buy me a drink to show your support!
https://ko-fi.com/rezowan


Support on Patreon: https://www.patreon.com/rezowan


FOLLOW ME ON SOCIAL MEDIA:
Facebook: https://www.fb.me/rezowan84
Instagram: https://www.instagram.com/rezowankarim
Twitter: https://twitter.com/rezowankarim