ফ্লোরিডায় স্কুলে হামলার সময় কোনো পদক্ষেপ না নেয়ায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • 6 years ago
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে হামলার সময় ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে বরখাস্ত করার পর তিনি পদত্যাগ করেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্রোওয়ার্ড কাউন্টির পুলিশ কর্মকর্তা স্কট ইসরাইল এ তথ্য জানান।



তিনি বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, স্কুলে হামলার সময় আশপাশেই দায়িত্ব পালন করছিলেন ৫৪ বছর বয়সী পুলিশ কর্মকর্তা স্কট পিটারসন। প্রথম গুলি চলার ৯০ সেকেন্ড পরই স্কুল ভবনের সামনে পৌঁছান তিনি। কিন্তু হামলাকারীকে প্রতিরোধ করার জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি।

জিজ্ঞাসাবাদে নিষ্ক্রিয় থাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি পিটারসন। এ কারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। এরপরই পদত্যাগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

Recommended