ফ্রান্সের জাঁকজমকপূর্ণ 'নিস কার্নিভাল'

  • 6 years ago
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিস শহরে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ 'নিস কার্নিভাল'। এ বছর ১৩৪তম এ আয়োজনে সবচেয়ে বড় আকর্ষণ গেরিলা বেশে ডোনাল্ড ট্রাম্প এবং তার চক্ষুশূল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের রকেটম্যান প্রতিকৃতি। আয়োজকরা বলছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিতে থাকা এ বিশ্বে কার্নিভালের চরিত্রগুলো সংশ্লিষ্টদের ভাবাবে নতুন করে।

Recommended