Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/19/2018
২ মার্চ সকালে হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ঢাকা হাফ ম্যারাথন।

ঢাকাকে বিশ্ব দরবারে তুলে ধরতে ঢাকা রান লর্ডস ও থাউজেন্ডস মাইলস এক্সপেডিশন বাংলাদেশ যৌথভাবে এ ম্যারাথন আয়োজন করছে।

দুই মার্চ সকালে হাতিরঝিলে ইভেন্টটির দুটি অংশ হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ প্রতিযোগিরা অংশ গ্রহণ করবেন।

Category

🗞
News

Recommended