Like , Share & Subscribe For Next..................
(আমরা অনেকেই এদের খারাপভাবে দেখি। গালিগালাজ করি। কিন্তু আপনি একবার চিন্তা করেন তো তাদের জায়গায় আপনি থাকলে কি করতেন! যখন সমাজ আপনাকে মেনে নিত না, আপনার ফ্যামিলি আপনাকে মেনে নিত না, কোথাও আপনার কোনো জায়গা নেই, কেউ কোনো কাজ দেয় না, খাওয়ার টাকা নাই, পুরো পৃথিবী আপনাকে শুধু ঘৃণাই করছে। পৃথিবী থেকে আপনার পাওয়ার কিচ্ছু নেই। তখন বেঁচে থাকার জন্য আপনি কি করতে পারেন! তাই প্লিজ গালি না দিয়ে, ঘৃণা না করে প্লিজ তাদের অধিকারটা দিন। আপনি মানুষ হিসেবে যা অধিকার পাচ্ছেন তাকেও সেটা দিন। দেখবেন তারাও আপনার মত স্বাভাবিক ভাবে বেঁচে থাকছে। তাদের থেকে যত ইচ্ছা দুরত্বে থাকুন, ভালোবাসতে না পারুন, কিন্তু মানুষ অন্তত ভাবুন। মানুষের অধিকার টুকু শুধু দিন।)