এইটা কোন কথা ? | Am On Fire | মধ্য স্বত্বভোগী | Arthik Sazib | Aita Kono Kotha | Episode -6
কৃষকদের নিয়ে কথা বলার নাকি কেউ নেই ? যে মানুষগুলো রোদ,শীত, বৃষ্টিতে ভিজে ফসল ফলায় তাদের পেটে নাকি বড়লোকরা লাফি মারে! কৃষকদের আর্তনাদ নাকি মধ্য স্বত্বভোগী ও উপর মহলে পৌঁছায় না ! এবার পৌঁছাবে । আমি কথা বলেছি, আপনি বলুন, ভিডিওটি শেয়ার করুন । মধ্য স্বত্বভোগীদের ভিত নড়িয়ে দিন ।
মধ্য স্বত্বভোগী :
এ কথা নিঃসন্দেহে বলা যায় যে এ দেশের কৃষক হচ্ছে সবচাইতে বেশি শোষিত শ্রেণী। হরতালের রাজনীতি, হত্যা, গুম নাটকের ডামাডোলে আমরা কৃষকের আর্তনাদ শুনতে পাই না। অথচ কৃষি এখনও আমাদের মুল অর্থনৈতিক চালিকা শক্তি।আমি যে কথাটা বরাবরি বলে আসছি যে স্বাধীনতা লাভের এই ৪৮ বছরে কোন পরিবেশই কৃষক বান্ধব ছিল না । তাহলে প্রশ্ন উঠে আমরা কিভাবে খাদ্যে উৎপাদন বৃদ্ধি করলাম? প্রকৃত পক্ষে কৃষির এ সাফল্য সম্পূর্ণ কৃষকের। তাঁর সপরিবারের উদয়াস্ত উদ্বৃত্ত শ্রমের, রোদ- বৃষ্টি ঝড়- ঝঞ্ঝা উপেক্ষা করে হাড় ভাঙ্গা খাটুনি এবং না খেয়ে থাকার ফল। যিনি আজীবন ন্যায্য দাম না পায়ে আমাদের মত সুশীল সমাজের অন্নের যোগান দিয়ে যাচ্ছে এবং যুগ যুগ ধরে শোষণ - নিপীড়ন সয়ে ফসল ফলাচ্ছে।
কৃষকের ক্ষেত থেকে পাইকারি বাজার, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির দামের আকাশ পাতাল ব্যবধান। কৃষক পর্যায় থেকে প্রায় দ্বিগুণ দামে পাইকারি বাজারে সবজি বেচাকেনা হচ্ছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দাম বেড়ে যাচ্ছে দ্বিগুণ। কোনো কোনো ক্ষেত্রে এ ব্যবধান প্রায় তিনগুণ।
আমরা সরকারের উপর ভরসা রেখে এর সমাধান চাচ্ছি । কৃষকদের নিয়ে কথা বললেই লেইম হয়ে যেতে হয়, কেউ কৃষকদের নিয়ে কথা বলেনা । অথচ শহর বেঁচে আছে কৃষকের হাতের মায়ায়। আসেন আমরা ওদের পাশে দাঁড়াই।
Information : the Daily inqilab Protom Alo Maasranga Television news