Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/12/2017
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের রক্তনালীর টিউমারের সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ড্: সামন্ত লাল সেন বলেন, 'এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়। প্রধানমন্ত্রী আমাকে বলেন, সামন্ত ,শিশুটির হাতটি কী রাখা যাবে না? তখন আমি উত্তর দেই- আপনি দোয়া করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো।'

মূক্তামনিকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর গত ১১ জুলাই তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। এরপর থেকে সরকারি খরচে তার চিকিৎসা চলছে।

Category

🗞
News

Recommended