নুরুজ্জামানকে আদালতে পেশ NIA-র

  • last year
বিকাশ ভবন থেকে মীর মহম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করার পর এদিন তাদের হাজির করানো ব্যাঙ্কশাল আদালতে। সেখানে তাকে অ্যামোনিয়াম নাইট্রেটের বদলে ডিটোনেটর বিক্রির লাইন্সেস নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। শুনানি শেষে অভিযুক্তের ৪ দিনের NIA হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Recommended