Anubrata Mondal: ৪৫টি জমি দলিলের খোঁজ, আদালতে অনুব্রতক সম্পত্তির নথি পেশ সিবিআই-এর

  • 2 years ago
আসানসোল (Asansol) সিবিআই কোর্টে (CBI Court) বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সম্পত্তির নথি তুলে ধরল সিবিআই (CBI)। গরুপাচার মামলায় আজ আসানসোল (Asansol) সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (saigal hossain)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুনানির সময় সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য জানান, তদন্তে নেমে তাঁরা অনুব্রত মণ্ডলের ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত জমির নথি পেয়েছেন। ৪৫টি দলিল পাওয়া গেছে যেগুলি অনুব্রত তাঁর নিজের নামে, স্ত্রীর নামে ও মেয়ের নামে বিভিন্ন জায়গায় কিনেছেন। একই সময়ে সায়গল হোসেনও সম্পত্তি কিনেছেন বলে দাবি সিবিআইয়ের।

Recommended