অভিনব আন্দোলন SLST চাকরিপ্রার্থীদের

  • last year
রবিবাসরীয় সকালে এক অভিনব আন্দোলনে সামিল এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মুখোশ পড়ে মুকাভিনয়ের মাধ্যমে নিজেদের আর্জিগুলি তুলে ধরেন তারা। ধর্নামঞ্চে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁর।