SLST Agitation: ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরিপ্রার্থীদের। Bangla News

  • 2 years ago
ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরিপ্রার্থীদের। আন্দোলন মঞ্চেই ইদুজ্জোহা পালন, চাকরির প্রার্থনাআন্দোলনমঞ্চে কংগ্রেস, বাম, বিজেপির প্রতিনিধিরা। চাকরির দাবিতে সুর চড়ালেন বিরোধীরাও। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না, পাল্টা তৃণমূল।