Pathaan \'দূষণ\' ছড়াচ্ছে, ক্ষোভ মন্ত্রীর

  • last year
সবে সবে মুক্তি পেয়েছে পাঠান-এর নতুন গান বেশরম রং। বেশরম রং গান নিয়ে এবার আপত্তি জানালেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী স্পষ্ট জানান,বেশরম রং গানে বেশ কয়েকটি দৃশ্যকে সঠিক করতে হবে। না হলে সরকারকে ভাবতে হবে এই ছবির মুক্তি নিয়ে।

Recommended