tomar chokhe soru shipon Ahmed himel

  • 2 years ago
Poem: Tears in Your Eyes
Poet: Shipon Ahmed Himel
Recitation: Jalaluddin Rumi
Music: Drunk Flute
Book: Virhi Kavya
Published by: Amar Ekushey Grantham Mela (2020)


poem Lyrics

tears in your eyes

And go my dear dear!
Take my love in the beginning.
I am writing again after a long time
Just know how you are?
I'm fine, I'm alive.
It seems to have changed a little!
I never thought I would change so much
Reluctantly forced to change.
In the pain of not having you,
Nor did it change for its own sake.
My love was selfless
It had no shaft.
You believe Priya
I didn't want to change.
Nature has changed me
All the hate you give
Taught to live anew.
I'm still alive
I love you
you don't love me
Hate, insult;
Don't give false accusations though.

You find interests and find new partners
You changed at will
you did very well
Stay well, stay happy.
I will pray this daily.
Priya, what do you know?
Your good is my good
If you're good, I'm good.
When you smile, I smile!
I look for happiness in your happiness!
I am sad because of you
Tears come to your eyes
Blood in my eyes!

And go my dear!
Don't you think so?
In your blissful heaven
I will cast no shadow of sorrow.
Be happy though
I will watch from tomorrow
I will be happy with your happiness.

কবিতা: তোমার চোখে অশ্রু
কবি: শিপন আহমেদ হিমেল
আবৃত্তি: জালালুদ্দিন রুমি
মিউজিক: মাতাল বাঁশি
বই: বিরহী কাব্য
প্রকাশিত: অমর একুশে গ্রন্থমমেলা (২০২০)


কবিতার কথামালা:

তোমার চোখে অশ্রু

ও গো আমার প্রিয়তম প্রিয়!
শুরুতেই আমার ভালোবাসা নিয়ো।
অনেক দিন পর আবারো লিখছি
শুধু কেমন আছো এইটুকু জানিয়ো?
আমি ভালো আছি, বেঁচেও আছি।
মনে হয় একটু বদলে গেছি!
এতটা বদলে যাবো কখনো ভাবিনি
অনিচ্ছায় বদলাতে বাধ্য হয়েছি।
তোমাকে না পাওয়ার ব্যথায়,
কিংবা নিজের স্বার্থে বদলাইনি।
আমার ভালোবাসাটা নিস্বার্থ ছিল
তাতে কোন খাদ ছিলো না।
তুমি বিশ্বাস করো প্রিয়া
আমি বদলাতে চাইনি।
প্রকৃতি আমায় বদলে দিয়েছে
তোমার দেয়া সকল ঘৃণা
নতুন করে বাঁচতে শিখিয়েছে।
আমি এখনো বেঁচে আছি
তোমায় ভালোবাসি বলে
তুমি আমায় ভালোবেসো না।
ঘৃণা করো, অপমান করো;
তবুও মিথ্যা অপবাদ দিয়ো না।

তুমি স্বার্থ খুঁজে নতুন সাথী পেয়ে
ইচ্ছে করে বদলেছো
খুব ভালো করেছো।
তুমি ভালো থেকো, সুখে থেকো।
আমি নিত্য এই প্রার্থনা'ই করে যাবো।
প্রিয়া, তুমি কি জানো?
তোমার ভালো'ই যে আমার ভালো
তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি।
তুমি হাসলে আমিও হাসি!
তোমার সুখে আমি সুখ খুঁজি!
তোমার দুঃখে দুঃখী আমি
তোমার চোখে অশ্রু এলে
আমার চোখে রক্ত ঝরে!

ও গো মোর প্রিয়!
তুমি এমনটি ভেবো না তো?
তোমার সুখের স্বর্গে
আমি কোন দুঃখের ছায়া ফেলবো।
তবুও তুমি সুখে থেকো
আমি দূর থেকে তাই দেখে যাবো
তোমার সুখে সুখি হবো।

Recommended