Cow Smuggling Case: গরুপাচার মামলায় অ্যাক্সিস ব্যাঙ্কে সিবিআই-এর টিম, চলছে তল্লাশি

  • 2 years ago
বোলপুরে ফের সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই হানা। তৃতীয়বার সাইগল হোসেনের ফ্ল্যাটে সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষীর ফ্ল্যাটে সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে নিয়ে সায়গলের ফ্ল্যাটে সিবিআই। সায়গল হোসেনের দুটি গাড়ির হদিশ। সায়গলের আত্মীয়দের সিবিআই জিজ্ঞাসাবাদ। অ্যাক্সিস ব্যাঙ্কেও সিবিআই-এর টিম, চলছে তল্লাশি।