Thakurpukur Death: বাবা, মাকে খুন করে রেখে পাশের ঘরে রাত কাটিয়েছিল ছেলে, মৃতদেহ লুকোতে চেয়েছিল চৌবাচ্চায়!

  • 2 years ago
ঠাকুরপুকুরে বাবা-মাকে নৃশংসভাবে খুন, ছেলের মৃত্যুদণ্ড। ১৫ জুলাই, ২০১৩: বাড়িতেই খুন পরেশনাথ-ঊষারানি সরকার। ‘বাড়িতেই মাথা কেটে পরেশনাথ-ঊষারানি সরকারকে খুন’। ‘দোতলায় বাবা, একতলায় মাকে গলা কেটে খুন করে ছেলে’। ‘দু’জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাত কাটায় ছেলে’। ‘পরের দিন মিস্ত্রী ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার সময় সন্দেহ’। আত্মীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর, গ্রেফতার ছেলে শোভন সরকারবাবা-মাকে নৃশংসভাবে খুনে দোষী সাব্যস্ত ছেলে, ফাঁসির সাজা আদালতের

Recommended