Ek Dozen Golpo: মেঝেতে পড়ে রক্তাক্ত মৃতদেহ, চলছিল টিভি, জোড়া খুন কাণ্ডে মিলল তথ্য

  • 2 years ago
হরিশ মুখার্জি রোডে জোড়া খুন, ফ্ল্যাটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধা। ভবানীপুরে গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত: পুলিশ সূত্র। দরজা খোলা, ফ্ল্যাটের ভিতরে পড়ে দম্পতির রক্তাক্ত মৃতদেহ। ফ্ল্যাটের মধ্যে আলমারির দরজা খোলা। সন্ধে ৬টা নাগাদ ভবানীপুরের ফ্ল্যাটে আসেন নিহতদের মেয়ে। ফ্ল্যাটে ঢুকেই ব্যবসায়ী দম্পতির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান মেয়ে’ সূত্র। মেঝেতে পড়ে রক্তাক্ত মৃতদেহ, চলছিল টিভি, পড়ে ছিল খাবার: সূত্র। লুঠে বাধা, তাই কি দম্পতিকে খুন? একাধিক প্রশ্নের খোঁজে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে গিয়ে থামল স্নিফার ডগ। ঘটনাস্থলে সিপি, অতিরিক্তি সিপি, যুগ্ম কমিশনার এসটিএফ।