Monkeypox-এর পরপর সংক্রমণ ভারতে, কড়া নজরদারি কেন্দ্রের

  • 2 years ago
ফের মাঙ্কিপক্সের সংক্রমণ ভারতে। এই নিয়ে ভারতে দ্বিতীয় জনের শরীরে ধরা পড়ল মাঙ্কিপক্সের সংক্রমণ। কেরলের কান্নুরের এক ব্যক্তির মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার খবর সোমবার জানায় সে রাজ্যের স্বাস্থ্য দফতর। দুবাই থেকে ফেরার পর মাঙ্কিপক্সে সংক্রমিত হন কান্নুরের ওই ব্যক্তি।

Recommended