Singapore Open: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর, ফের কি গর্বের মুহূর্ত পাবে ভারত?

  • 2 years ago
সিঙ্গাপুর ওপেনে ভারতের সমস্ত আশা ভরসা এখন নির্ভর করে রয়েছে পি ভি সিন্ধুর ব়্যাকেটের ওপর। যিনি পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ, কিংবদন্তি পুল্লেলা গোপীচন্দ আশ্বস্ত করছেন যে, শীঘ্রই পদক জিতবেন সিন্ধু। সাইনা নেহওয়াল ২০১০ সালে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে।

Recommended