Student Promotion Detention after board exam ।। মাধ্যমিক পরীক্ষার পর ট্রান্সফার সার্টিফিকেট কীভাবে পাব

  • 2 years ago
মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এখন স্কুলগুলির একটি গুরুত্বপূর্ণ কাজ হল Banglar Shiksha portal এ Student Promotion Detention ও সেই সঙ্গে Transfer certificate generation. মাধ্যমিক পরীক্ষার পর ট্রান্সফার সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে—সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এই বারে পক্রিয়াটা একটু নুতন। কারণ— Student Promotion Detention ও transfer certificate download এই বারে দুই ধাপে করতে হবে। সবটাই এই ভিডিওতে Live Demonstrate করা হয়েছে।
একটা বিশেষ কথাঃ Synchronization এর জন্য Banglar Shiksha E-Portal এ Session ও Class-wise Student List Open করে সেখানে CTRL + F press করে নাম গুলো search করলেও হবে।

Recommended