খোলা আকাশের নিচে রাত্রিযাপন, নেই পুনর্বাসনে দৃশ্যমান উদ্যোগ | jagonews24.com

  • 3 years ago
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মিরপুর-৬ ঝিলপাড় বস্তির (চলন্তিকা বস্তি) বাসিন্দাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে। গত ১৬ আগস্ট (শুক্রবার) রাতে অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা বস্তিবাসীদের এখন মাথা গোজার জায়গা নেই। কেউ খোলা আকাশের নিচে, কেউ অন্যের বাড়িতে, কেউবা রিকশা-ভ্যানেই রাত্রিযাপন করছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বস্তিতে ঢোকার মুখে মূল সড়কে দেখা যায় মানুষের জটলা। প্রখর রোদে খোলা আকাশের নিচে যেখানে বসা দায় সেখানে কোনো উপায়ান্তর না পেয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছেন তারা। যদি কোনো নেতা, এনজিও কিংবা সিটি কর্পোরেশনের কর্তারা ত্রাণ নিয়ে আসেন -এমন আশায়।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/527628

Recommended