Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/15/2021
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন, ‘আমি আর তামিম খোলা আকাশের নিচে সেন্টার উইকেটে ব্যাট করতে মুখিয়ে আছি। এখানে বাতাস প্রচুর। আমি খেলার আগে দিন বাতাসের গতিবিধি বোঝার চেষ্টা করি খোলা আকাশের নীচে নেটে বল করে। আর তামিম ম্যাচের আগের দিন নেটে নিজের শেষ মুহুর্তের প্রস্তুতি সাড়তে পছন্দ করে। তার পুরো ব্যাটিংটাকে ঝালিয়ে নিতে ভালবাসে। এটা তার ম্যাচ ভাবনা ও লক্ষ্য পরিকল্পনার অংশ। কিন্ত গত দুই ম্যাচ ধরে তামিম তা করতে পারেনি।’

তাই হয়তো তামিম উন্মুখ হয়ে ছিলেন কবে কখন খোলা আকাশের নিচে নেটে ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ পাবেন। ছবিতে শেষ মুহূর্তের তুলির আঁচর দেয়ার মত শেষ বার নেটে নিজেকে ঝালিয়ে নেবেন।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/505769

Category

🗞
News

Recommended